
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন
চাঁদপুরের মতলব দক্ষিণে জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টি (জাপা) থেকে শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।
সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় মতলব কমিটিউনিটি সেন্টারে সাংবাদিক সম্মেলন করে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গণহারে পদত্যাগ করেন তারা।
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিনের নেতৃত্বে উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী দলীয় সব কর্মকাণ্ড থেকে পদত্যাগ করেন।
আরওপড়ুন<<>>প্রেমিককে মেরে প্রেমিকাকে ধর্ষণচেষ্টা
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন বলেন, বিগত বছরগুলোতে জাতীয় পার্টি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অংশীদার ছিল। যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারের আমলে গুম, রাহাজানি ও হত্যার সঙ্গে জড়িত নয়। তারপরও জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারের সমর্থন দিয়ে যাচ্ছিল। তাই ওই সময়ে আমাদের কোনো কর্মকাণ্ডে ভুল থাকলে আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি।
তিনি আরও বলেন, আমি ও আমার উপজেলা এবং পৌর কমিটির সব সহযোদ্ধাদের নিয়ে গণহারে পদত্যাগ করছি। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সক্রিয় ভূমিকা পালন করব। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার ঘোষণা দেন তারা।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।