Apan Desh | আপন দেশ

পাবনা মানসিক হাসপাতালে অভিযান, দুই দালালের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩২, ১৭ মার্চ ২০২৫

আপডেট: ১৬:৩৩, ১৭ মার্চ ২০২৫

পাবনা মানসিক হাসপাতালে অভিযান, দুই দালালের কারাদণ্ড

ছবি: আপন দেশ

পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্যকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়।

সোমবার (১৭ মার্চ) সকালে জেলা এনএসআই, পাবনা কার্যালয়ের গোপন তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ।

সাজাপ্রাপ্তরা হলেন, পাবনা সদর উপজেলার কেসমত প্রতাপপুর গ্রামের মৃত আকাশ প্রামানিকের ছেলে মামুন হোসেন (৩৬) ও হেমায়েতপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মাহিদুল ইসলাম কালু (৩৮)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, দুজনকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৩ দিন কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাবনা মানসিক হাসপাতালে সম্প্রতি দালালদের উপদ্রব বেড়ে গেছে। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের হয়রানিপূর্বক অতিরিক্ত অর্থ আদায় করে আসছিলেন। এছাড়া মানসিক হাসপাতালের নাম ও সিল ব্যবহার করে প্রতারণার সঙ্গেও তারা জড়িত।

আরওপড়ুন<<>>আদালতে ছেলের জন্য কাঁদলেন শাজাহান খান

এমন অভিযোগ পেয়ে জেলা এনএসআইয়ের দুই সহকারী পরিচালকসহ ৮ জন সদস্য হাসপাতালে সরজমিনে উপস্থিত থেকে গত কয়েকদিন ধরে তথ্য সংগ্রহ করেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দুজন সহকারী পরিচালকের নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম উক্ত এলাকা সহ তৎসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান করে দালালদের অবস্থান এনএসআই পাবনা কার্যালয়কে জানায়।

পরবর্তীতে  উপ-পরিচালক, এনএসআই পাবনার পক্ষ থেকে বিষয়টি জেলা প্রশাসককে জানানো হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব পাবনা সদর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এতে দুই দালালকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়