Apan Desh | আপন দেশ

হামজা নিজ গ্রামে পৌঁছাতেই একনজর দেখতে মানুষের ঢল

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩০, ১৭ মার্চ ২০২৫

হামজা নিজ গ্রামে পৌঁছাতেই একনজর দেখতে মানুষের ঢল

ছবি: আপন দেশ

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী দেশে এসেছেন। হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে পৌঁছেছেন তিনি। পর গ্রামবাসী তার সম্মানে আয়োজন করেছে বিশাল সংবর্ধনা অনুষ্ঠান।

সোমবার (১৭ মার্চ) বিকাল ৩ টা ৩৫ মিনিটে হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামের নিজ বাড়িতে পৌঁছান হামজা চৌধুরী।

এর আগে বিকাল ৩টা ৩৫ মিনিটে হামজা চৌধুরী তার পরিবারের সদস্যদের নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে বাহুবলের স্নানঘাট গ্রামে পৌঁছান। তার আগমনে সড়কপথজুড়ে ছিল হাজার হাজার মানুষের ভিড়। ঢাকার সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় ভক্তরা।

হামজা চৌধুরী তার স্ত্রী, সন্তান, মা ও ভাইদের নিয়ে বিমানবন্দর থেকে সড়কপথে পিত্রালয় হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন। যাত্রাপথে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান ভক্ত-অনুসারীরা।

বর্তমানে নিজ বাড়িতে বিশ্রাম করছেন। হামজা চৌধুরীর আগমনকে ঘিরে নিজ এলাকার পথে পথে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো।

বিকাল পৌনে ৪টায় স্নানঘাট গ্রামবাসীর আয়োজনে তাকে বিশাল সংবর্ধনা দেয়া হবে। ইতিমধ্যে সংবর্ধনার সভা মঞ্চ মানুষের সরব উপস্থিতিতে ভরপুর হয়ে গেছে। এদিকে হামজা চৌধুরী ও তার পরিবারের নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করছে বাফুফে।

ক্লাব ফুটবলে একসময় প্রিমিয়ার লীগ জয়ী লেস্টার সিটিতে খেলা হামজা এখন শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠ কাঁপাচ্ছেন। তার আগমন গ্রামের বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে।

আরও পড়ুন>>>ইনশাআল্লাহ আমরা উইন খরমু: সিলেটি ভাষায় হামজা চৌধুরী

উল্লেখ্য, ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে ২০ মার্চ দেশ ছাড়বেন হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়