
ছবি: আপন দেশ
কুড়িগ্রামে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
সোমবার (১৭ মার্চ ) দুপুর ২টায় জেলা প্রশাসকের স্বপ্নকুঁড়ি হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়।
কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায় ও পিআইবির শাহ আলম সৈকত উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ পত্র দেয়া হয়।
আরওপড়ুন<<>>সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা
কর্মশালায় মোবাইল সাংবাদিকতা কি এবং কেনো -মোবাইল সেটিং, ক্যামেরা সেটিং, স্টোরি পরিকল্পনা ও স্টোরি তৈরিসহ বিভিন্ন ধরনের শর্ট পরিচালিত ইন্টারভিউ ফ্লেমিং প্ল্যাটফর্ম, বি-রোল, সিকোয়েন্স ও ট্রানজিট শট নিয়ে বিশদ, অনুসন্ধানী সাংবাদিকতা, ফ্যাক্টচেকসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৩৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।