Apan Desh | আপন দেশ

রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ইমরোজ আটক

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২২, ১৮ মার্চ ২০২৫

আপডেট: ১৯:২৩, ১৮ মার্চ ২০২৫

রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ইমরোজ আটক

ছবি: আপন দেশ

রাঙ্গামাটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) রাতে জেলা শহরের আলম ডক ইয়ার্ডে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ওই ছাত্রলীগ নেতার নাম মীর মোহাম্মদ মোজলেহ উদ্দীন ইমরোজ (২৮)। তিনি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

ইমরোজের বাবা জমির উদ্দিন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।

আরওপড়ুন<<>>শেখ হাসিনা পরিবারের ৩১ অ্যাকাউন্টের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ

জানা গেছে, শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে দোয়া ও ইফতার বিতরণ কর্মসূচি পালন করে ছাত্রলীগ নেতা ইমরোজ। পরবর্তীতে এ অনুষ্ঠানের ছবি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করে।

বিষয়টি স্থানীয় বিএনপি ও জামায়াতের কর্মীদের নজরে আসলে তারা ওই ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশকে খবর দেয় বলে ইমরোজের পরিবারের অভিযোগ।  পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি সাহেদ উদ্দীন বলেন, ডেভিল হান্টের নিয়মিত অভিযানের সময় ছাত্রলীগের এ নেতাকে আটক করা হয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়