
গ্রেফতার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্যরা
নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে পৃথক অভিযানে গ্রেফতার মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ বাকি ১০ সদস্যের ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ মার্চ) তাদের নারায়ণগঞ্জ আদালতে নেয়া হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দুই মামলায় তাদের ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার (১৬ মার্চ) ও সোমবার (১৭ মার্চ) ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ থেকে পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আরাকান রোহিঙ্গা এআরএসএ সদস্য আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), মনিরুজ্জামান (২৪), সলিমুল্লাহ (২৭), মোসা. আসমাউল হোসনা (২৩), মো. হাসান (১৫), মো. আসমত উল্লাহ (২৪), মো. হাসান (৪৩), মোসা. শাহিনা (২২) ও মোসা. সেনোয়ারা (১৭)।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ও ১৭ মার্চ ময়মনসিংহের সদর থানা এলাকার নতুন বাজার গার্ডেন সিটি এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লীতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে র্যাব-১১। এ সময় নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন নারীসহ এআরএসএ এর ১০ সদস্যকে আটক করে। এ সময় কাদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি চাকু, ধারালো দাতযুক্ত একটি স্টিলের মোটা চেইন ও চারটি হাত ঘড়ি উদ্ধার করা হয়।
আরওপড়ুন<<>>গাজায় ইসরায়েলের রাতভর হামলায় নিহত ৪০০ ছাড়াল
পরে মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে র্যাব বাদী হয়ে দুটি মামলা দায়ের করে। মামলার পর তাদের গ্রেফতার দেখিয়ে েএদিন বিকেলে আদালতে পাঠায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
নারায়ণঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতের বিচারক মো. মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়। এ সময় শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে দুই মামলায় বিচারক ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।