Apan Desh | আপন দেশ

ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৪

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৩, ১৮ মার্চ ২০২৫

ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৪

ফাইল ছবি।

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার সামন্তসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, চর সামন্তসার এলাকার কবির হোসেন মাওলানা (৪৮), আনোয়ার হোসেন হাওলাদার (৪২), জামাল মোল্লা (৫০) ও নারী ইউপি সদস্য রেহানা বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে আজ দুপুরে সামন্তসার ইউনিয়ন পরিষদে ৬শ’ পরিবারের মধ্যে ভিজিএফর ১০ কেজি চাল বিতরণ কর্মসূচি চলছিল। এরমধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারেক আজিজ মোবারক ঢালীর পক্ষের লোক হিসেবে পরিচিত সাবেক ধর্মবিষয়ক সম্পাদক কবির মাওলানা, ইউনিয়নের সাবেক সভাপতি বাবুল মাষ্টার ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মাদবরকে ২শ’ ভিজিএফ স্লিপ দেন।

তবে স্লিপের কার্ডধারীদের চাল দিতে বাধা দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন নান্টু খান। অভিযোগ, এ সময় নান্টু খান লোকজন নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং প্রতিপক্ষের লোকদের ওপর হামলা চালায়। এতে চারজন আহত হয়।

আরওপড়ুন<<>>গ্রেফতার আরসার প্রধান আতাউল্লাহসহ ১০ জন রিমান্ডে

এ বিষয়ে নান্টু খান বলেন, মোবারক ঢালী গোসাইরহাটের হলেও তিনি ও তার লোকজন সামন্তসার ইউনিয়নে এসে প্রভাব বিস্তার করতে চান। আমার সঙ্গে পরামর্শ না করে তার লোকজনকে ২০০ স্লিপ দেয়া হয়। এ নিয়েই দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তারেক আজিজ মোবারক ঢালী বলেন, ইউপি নির্বাচনের পর থেকে নান্টু খানের সঙ্গে আমার লোকজনের দ্বন্দ্ব চলছে। আজ নান্টু খান আমার লোকজনকে চাল দিতে বাধা দেয় এবং তাদের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। এতে আমাদের লোকজন আহত হয়।

গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম বলেন, ভিজিএফ চাল দেয়া নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়