
প্রতীকী ছবি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সদস্য সুবি ত্রিপুরা নিহত হয়েছেন। এ ঘটনায় তার বোন তারাবতী ত্রিপুরা আহত হন। ইউপিডিএফ এ হামলার জন্য জনসংহতি সমিতি (জেএসএস)-কে দায়ী করেছে।
বুধবার (১৯ মার্চ) সকালে মাটিরাঙ্গার তাইন্দং হেডম্যান পাড়া এলাকায় সুবি ত্রিপুরার ওপর অতর্কিত হামলা চালানো হয়। দুর্বৃত্তরা গুলি চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় গুলিবিদ্ধ হয়ে তার বোন তারাবতী ত্রিপুরা আহত হন। তারা মায়াকুমার পাড়ার বাসনা ত্রিপুরার সন্তান।
ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, এ হামলার পেছনে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) রয়েছে। পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের হত্যা করা হচ্ছে।
তিনি আরও জানান, পাহাড়ে ইউপিডিএফের কার্যক্রম ব্যাহত করতেই প্রতিপক্ষের এ হামলা।
আরও পড়ুন>>>দু’পক্ষের সংঘর্ষে নারী নিহত, আহত ১০
মাটিরাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে দুর্গম এলাকা হওয়ায় এখনো পৌঁছানো সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাহাড়ি এলাকায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত বেড়েছে। ইউপিডিএফ ও জেএসএস-এর মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। একাধিকবার এ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানাচ্ছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।