Apan Desh | আপন দেশ

পাওনা টাকা চাওয়ায় প্রবাসীকে যুবদল নেতার হুমকি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৪:৪৭, ১৯ মার্চ ২০২৫

পাওনা টাকা চাওয়ায় প্রবাসীকে যুবদল নেতার হুমকি

ছবি: আপন দেশ

টাঙ্গাইলে পাওনা টাকা চাওয়ায় যুবদল নেতার হুমকি ও মিথ্যা মামলায় দিশেহারা সৌদি প্রবাসী মো. আশিকুর রহমান তালুকদার। বুধবার (১৯ মার্চ) টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।

কালিহাতী উপজেলার বাসজানা মালতি গ্রামের শাহজাহান তালুকদারের ছেলে আশিকুর রহমান। তিনি জানান, তিনি সৌদি আরবে ভিসা ব্যবসা পরিচালনা করতেন। তার গ্রামের আমিনুর ইসলাম রুবেল ও কালিহাতী উপজেলা যুবদলের সদস্য সচিব হাসমত আলী রেজা বাংলাদেশে ভিসা ব্যবসার আগ্রহ দেখান।

হাসমত আলী রেজার অনুরোধে আশিকুর ১১৯টি ভিসা পাঠান। যার মূল্য ৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু মাত্র ৫৮ লাখ টাকা পরিশোধ করে বাকি টাকা আটকে রাখেন তারা। পাওনা আদায়ে চাপ দিলে টালবাহানা করতে থাকেন।

প্রবাস থেকে ফিরে টাকা চাইলে ঢাকায় অফিসে যেতে বলা হয়। সেখানে গেলে সন্ত্রাসীদের দিয়ে তাকে হেনস্তা করা হয়। পরে যুবদল নেতা হাসমত আলী রেজা তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। আদালতে হাজির হয়ে জামিন নেন আশিকুর। তিনি নিজেও পাওনার জন্য মামলা করেন।

আরও পড়ুন>>>খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

গ্রেফতারি পরোয়ানা জারি হলে হাসমত আলী আপসের আশ্বাসে জামিন পান। কিন্তু টাকা পরিশোধ করেননি। উল্টো সন্ত্রাসী দিয়ে মামলা তুলে নিতে হুমকি দেন। না তুললে হত্যা করা হবে বলেও হুঁশিয়ারি দেন। পরে ফের মিথ্যা মামলা করেন।

এ হয়রানির কারণে আশিকুর ও তার পরিবার দিশেহারা। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তার বাবা শাহজাহান তালুকদার, স্ত্রী রুমা খান, বোন রিনা বেগম, শিশু সন্তান তাবাসসুম তালুকদার, ভাগ্নে আবীর ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় প্রশাসনের কার্যকরী ভূমিকা চেয়েছেন ভুক্তভোগী পরিবার।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়