Apan Desh | আপন দেশ

কেন্দ্রীয় ছাত্রদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগ 

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৫, ১৯ মার্চ ২০২৫

আপডেট: ১৬:১৬, ১৯ মার্চ ২০২৫

কেন্দ্রীয় ছাত্রদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগ 

ছবি: আপন দেশ

চাঁদপুরের মতলব উত্তরে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, তারাবি নামাজের পর ওই বাড়ির আশেপাশে অপরিচিতি কয়েকজন লোককে দেখা যায়। তারা দামি গাড়িসহ চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে এসেছিল। তার কিছুক্ষণ পর ওই বাড়িতে আগুন লাগে।

আরওপড়ুন<<>>‘লেডি ডন’ তামান্নার যত অপকর্ম

এদিকে, আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় ক্ষোভ প্রকাশ করে তারা হামলাকারীদের শনাক্ত করে বিচারের দাবি জানান।

ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর নুরুল কবির জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু কর হয়। তবে বাসার ভেতরে ততক্ষণে আগুনে পুড়ে সব ছাঁই হয়ে যায়।

এ ব্যাপারে জোবাইদা ইসলাম জেরিন জানান, স্থানীয় আওয়ামী লীগের লোকজনই আমার বাড়িতে আগুন দিয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়