Apan Desh | আপন দেশ

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:১৬, ১৯ মার্চ ২০২৫

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

ছবি: আপন দেশ

৩৭ লাখ ৬৭ হাজার টাকার দুটি স্বর্ণের বারসহ ইউনুছ হাওলাদার (৫৫) নামে এক চোরাকারবারী আটক হয়েছেন। তার কাছ থেকে নগদ ৩৯ হাজার টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) ভারতে স্বর্ণ পাচারের সময় সাতক্ষীরার বিনেরপোতা থেকে তাকে আটক করা হয়।
 
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা বাইপাস সড়কের ট্রাফিক বক্সের সামনে অভিযান চালানো হয়। অভিযানে ঢাকার যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী এলাকার বাসিন্দা ইউনুছ হাওলাদারকে আটক করা হয়।

আরও পড়ুন>>>জয়পুরহাটে থানায় হামলা, বিএনপির ৫ নেতাকর্মী গ্রেফতার

জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক নিজামউদ্দীন মোল্যা জানান, স্বর্ণের একটি বড় চালান রাজধানী ঢাকা থেকে সাতক্ষীরা সীমান্ত হয়ে ভারতে পাচার করা হবে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরিবহন থেকে নামার পরই ইউনুছ হাওলাদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকানো ২৯১.২৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ৩৭ লাখ ৬৭ হাজার ২৮ টাকা। আটক চোরাকারবারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়