
ছবি: আপন দেশ
রাজবাড়ীর কালুখালীতে তিন ছাত্রকে বলাৎকারচেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ মার্চ) বিকেলে কালুখালী থানার ওসি জাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার মামুন কালুখালী উপজেলার হরিনবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমি মাদরাসার শিক্ষক। তিনি খুলনা পাইকগাছার সোনাতন কাঠি এলাকার বেলজার হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, মাদরাসার নাজেরা শাখায় ভর্তি হওয়া ৩ ছাত্রকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন শিক্ষক মামুন। গত ২৫ ফেব্রুয়ারি রাতে ১৪ বছরের এক ছাত্রকে এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের দ্বিতীয় তলায় তার রুমে ডেকে বলাৎকারের চেষ্টা করেন তিনি।
আরওপড়ুন<<>>‘ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে’
এর আগে, গত ২ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ১২ বছরের আরেক ছাত্রকে ভবনের নিচতলায় ঘুমন্ত অবস্থায় বলাৎকারের চেষ্টা করেন। এ সমসয় ওই ছাত্রের ঘুম ভেঙ্গে যাওয়ায় চলে যান তিনি। এরও আগে, গত বছরের ১৫ মার্চ বেলা ১১টার দিকে ভবনের নিচতলায় ১২ বছর বয়সী আরেক ছাত্রকে বলাৎকারের চেষ্টা করেন ওই মাদরাসা শিক্ষক।
দীর্ঘদিন ধরে ছাত্রদের সঙ্গে এমন কর্মকাণ্ড চললেও ভয়ে মুখ খুলতে পারেনি তারা। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মঙ্গলবার (১৮ মার্চ) রাতে শিক্ষক মামুনকে পাকড়াও করে পুলিশের হাতে তাকে সোপর্দ করে।
ওসি জাহেদুর রহমান জানান, খবর পেয়ে রাতে ওই মাদরাসা শিক্ষককে পুলিশি হেফাজতে আনা হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে ছাত্রদের বলাৎকারচেষ্টার অভিযোগে একটি পরিবার থানায় মামলা করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতার মামুনকে আদালতে পাঠানো হয়েছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।