
ছবি : আপন দেশ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন (২৮) মারা গেছেন। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত কবির হোসেন (৩৫) চাদপুর গ্রামের ফজল হকের ছেলে। তিনি সৌদিয়া চাদুপর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
এনায়েতপুর উপজেলার সৌদিয়া চাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত কবির হোসেন ঢাকার উত্তরা এলাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে।
এর আগে, মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় সদিয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইফতার মাহফিলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৮ নেতাকর্মী আহত হয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় এনায়েতপুরের কেজির মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।
এনায়েতপুর থানার ওসি মো. রওশন ইয়াজদানি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় দু’পক্ষের মারামারির ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। নিহতের মরদেহ আনা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলেই সেটাকে মামলা হিসেবে নেয়া হবে। এছাড়াও এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।