Apan Desh | আপন দেশ

শিশুকে ধর্ষণচেষ্টা, থানায় ধর্ষকের ওপর হামলা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪০, ২০ মার্চ ২০২৫

শিশুকে ধর্ষণচেষ্টা, থানায় ধর্ষকের ওপর হামলা

ছবি : আপন দেশ

যশোরে চার বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছিল পঞ্চম শ্রেণিপড়ুয়া কিশোরের বিরুদ্ধে। বুধবার (১৯ মার্চ) বিকেলে অভিযুক্তকে হেফাজতে নেয় কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরপর সে কিশোরকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা করে একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী। এ সময় পুলিশের এক কনস্টেবল আহত হন।

ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করেন, তিনি, তার স্ত্রী ও ছেলে কাজে বাইরে ছিলেন। দুপুরের খাবার খেতে তিনি বাড়ি এসে দেখেন পঞ্চম শ্রেণিপড়ুয়া ওই ছেলে তার মেয়ের পোশাক খুলে পা বেঁধে তাকে ধর্ষণচেষ্টা করছে। এ সময় তিনি মেয়েকে উদ্ধার ও ছেলেটিকে আটক করেন। কিন্তু পরে ছেলেটি পালিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন শিশুটির বাবা।

এদিকে খবর পেয়ে যশোর সরকারি এম এম কলেজ ও জিলা স্কুলের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটকের চেষ্টা করে। সেখানে অভিযুক্তের বাবা ও তাদের বাড়িওয়ালার সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এরপর বিক্ষোভকারীরা থানায় অবস্থান নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নিয়ে আসলে বিক্ষোভকারীরা ওই অভিযুক্তের ওপর হামলা চালিয়ে গণপিটুনি দেয়ার জন্য তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে থানার মধ্যেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে এক কনস্টেবল আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ তাদের ভবনের বাইরে নিয়ে যেতে চাইলে এক পুলিশ সদস্যকে ধাওয়া করে বিক্ষুব্ধরা। ওসির কক্ষে হেফাজতে থাকা ওই অভিযুক্তকে কয়েক দফা ছিনিয়ে নেয়ার চেষ্টা ও মারধর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় থানার ভেতরে তারা ধর্ষণবিরোধী নানা স্লোগান দিতে থাকে। এ অবস্থায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা কোতোয়ালি থানায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে।

অপরদিকে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার (১৯ মার্চ) রাতেই আসামিকে আদালতে পাঠায়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়