
ছবি: আপন দেশ
পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে শিশুসহ চারজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি৷
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুরে এবং ভবানীপুরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন>>>রাজশাহীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম। তিনি জানান, ভলকা নামক একটি যাত্রীবাহী বাস পাবনা থেকে ঈশ্বরদী যাচ্ছিল। একই সময় পাবনামুখী একটি সিএনজিচালিত অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ চারজনের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত দুইজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
অন্যদিকে একই সময়ে ঈশ্বরদী উপজেলার ভবানীপুর নামক স্থানে ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে।এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।