Apan Desh | আপন দেশ

পটুয়াখালীর নিযাতিত পরিবারের পাশে তারেক রহমান

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১১:০১, ২১ মার্চ ২০২৫

পটুয়াখালীর নিযাতিত পরিবারের পাশে তারেক রহমান

ছবি : আপন দেশ

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান এক ব্যক্তি। ওই ব্যক্তির বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। সেখানকার একটি বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণিতে পড়েন তার মেয়ে। এবার সে মেয়েটি (১৮) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় নির্যাতিত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ধর্ষণের শিকার মেয়েটির মাকে তারেক রহমান বলেন, বোন, আপনি চিন্তা করবেন না। দেশবাসী ও আমাদের দলের নেতাকর্মীরা আপনাদের পাশে আছে। আপনাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকব।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া কিশোরীর মায়ের সঙ্গে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ভুক্তভোগী পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেবে বিএনপি। পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দলীয়ভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে। স্থানীয় পর্যায়ে হাসান মামুন ও আলতাফ হোসেন চৌধুরী আপনাদের সার্বিক সহযোগিতা করবেন।

তারেক রহমানের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভুক্তভোগী কিশোরীর মা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমি ফাঁসি চাই, আমি সর্বোচ্চ বিচার চাই। আমি ও আমার পরিবার প্রশাসনিক এবং সামাজিক নিরাপত্তা চাই।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মজিবুর রহমান টোটোন, সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহমেদ এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আল-আমীন হাওলাদার প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত এক শহীদের কবর জিয়ারত করে নান বাড়িতে ফেরার পথে শহীদের ১৭ বছর বয়সী মেয়েকে দলদ্ধভাবে ধর্ষণ করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়