Apan Desh | আপন দেশ

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৯, ২১ মার্চ ২০২৫

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

ছবি: আপন দেশ

নোয়াখালীর সদর উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের আনছার কোম্পানির দরজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো.রিফাত (২৫)। তিনি সোনাইমুড়ী উপজেলার কোটবাড়িয়া গ্রামের আবুল খায়েরের ছেলে।

আরওপড়ুন<<>>আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ২

পুলিশ ও স্থানীয়রা জানায়, রিফাত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে সোনাপুর থেকে মন্নান নগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আনছার কোম্পানির দরজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হয় ওই যুবক পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

সোনাপুর পুলিশ ফাঁড়ির এএসআই আলী আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল রাখা আছে।  কোনো অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপন দেশ/এমএস  

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়