Apan Desh | আপন দেশ

কোম্পানীগঞ্জ ব্যাংকার্স ফোরামের সভাপতি মশিউর, সম্পাদক হাফিজ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৭, ২১ মার্চ ২০২৫

আপডেট: ১৫:১৮, ২১ মার্চ ২০২৫

কোম্পানীগঞ্জ ব্যাংকার্স ফোরামের সভাপতি মশিউর, সম্পাদক হাফিজ

সভাপতি-সম্পাদক

কোম্পানীগঞ্জ ব্যাংকার্স ফোরামের সভাপতি নির্বাচতি হয়েছেন ওয়ান ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি অ্যান্ড হেড অব বাঞ্চ মোহাম্মদ মশিউর রহমান। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অগ্রণী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এসপিও ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার বসুরহাট বাজারের একটি রেস্তোরাঁয় সংগঠনের সভায় সদস্যদের সর্বস্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা তাদের আগের পদে দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত সভাপতির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সোনাগাজী শাখার এসএভিপি অ্যান্ড হেড অব বাঞ্চ মনছুরুল আলম।

আরওপড়ুন<<>>দ্রুত আ. লীগ নেতাদের বিচার নিশ্চিত করতে হবে: রিজভী

এ সময় আরও বক্তব্য দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি অ্যান্ড হেড অব ব্রাঞ্চ মো.আবু তাহের, ব্যাংকার্স ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রিমিয়ার ব্যাংক চৌমুহনী শাখার এসএভিপি অ্যান্ড হেড অব ব্রাঞ্চ আশরাফ উদ্দিন রিপন প্রমুখ।

সভায় ব্যাংকের ম্যানেজার ও ম্যানেজার অপারেশন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অর্থনৈতিক সচ্ছলতা বজায় রাখা ও গ্রাহক সেবা সহজ করতে পরামর্শগুলো তুলে ধরেন। চলমান ব্যাংক পদ্ধতির সার্বিক উন্নয়নে সরকারের যে কোনো কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়