
ছবি: আপন দেশ
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরাইলি হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে করেছে বিভিন্ন ধর্ম ভিত্তিক ছাত্র সংগঠন ও মুসল্লিরা।
শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুরুতে ধর্মভিত্তিক ছাত্র সংগঠন ও মুসল্লিদের নেতৃত্বে জেলা শহরে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলে ইসরাইল বিরোধী বিভিন্ন স্লোগান দেয়া হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরূপা এলাকায় এসে প্রতিবাদ সমাবেশ করে।
আরওপড়ুন<<>>বাতিল হচ্ছে শেখ মুজিবসহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি
জেলা ছাত্রশিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাফির সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা কমিটির সভাপতি আব্দুল সালাম এবং ইসলামী ছাত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি হোসাইন মল্লিক।
বক্তারা অবিলম্বে দখলদার ইসরাইলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ, ওআইসি, আরব লীগের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা এবং দেশটির জনগণকে নির্বিচারে হত্যার দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রী ও তাদের দোসরদের বিচারের দাবি জানান।
এদিকে বনরূপা জামে মসজিদের মুসল্লীদের উদ্যোগে ইসরাইলীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আপন দেশেএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।