Apan Desh | আপন দেশ

ফেসবুক লাইভে পুলিশকে হুমকি, সাংবাদিক গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৭, ২১ মার্চ ২০২৫

ফেসবুক লাইভে পুলিশকে হুমকি, সাংবাদিক গ্রেফতার

ছবি: আপন দেশ

রাজবাড়ীর পাংশায় পুলিশকে দেখে নেয়ার হুমকি দেয়া ছিনতাই মামলার আসামি সাংবাদিক ইকবাল শেখকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে পাট্টা এলাকা থেকে ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়।

ইকবাল শেখ পাংশা উপজেলার পাট্টা গ্রামের বাসিন্দা। তিনি মফস্বল বার্তা নামের একটি পত্রিকার উপজেলা প্রতিনিধি ও রাজবাড়ী জেলা শাখার জিয়া সাইবার ফোর্সের সহ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক।

মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার পাট্টা হাইস্কুলের সামনে পাকা রাস্তার ওপর থেকে উত্তর বিশ্বাস মাজাইল গ্রামের মিজানুর রহমান ও তার সঙ্গী আব্দুল লতিফ জমি রেজিস্ট্রির জন্য টাকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় ইকবাল শেখ, মো. তাহের, সোহান বিশ্বাস ও তরিকুল ইসলাম অস্ত্র ঠেকিয়ে তাদের কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।

আরওপড়ুন<<>>গাজায় ইসরায়েলি হামলায় ট্রাম্পের ‘পূর্ণ সমর্থন’

ভুক্তভোগীরা চিৎকার করলে ছিনতাইকারীরা তাদের পিটিয়ে আহত করে এবং ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার মিজানুর রহমান বাদী হয়ে পাংশা থানায় একটি মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানায়, গত ৫ আগস্টের পর থেকে নিজেকে ক্ষমতাধর ভেবে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল কথিত সাংবাদিক ইকবাল। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। উপজেলা প্রেস ক্লাবের সদস্য বলেও প্রচার করতেন। গ্রেফতার হওয়ার আগে ফেসবুক লাইভে ইকবালকে দেখা যায় পুলিশের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। পুলিশকে দেখে নেয়ার হুমকি দিচ্ছেন।

পাংশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ইকবাল শেখ আমাদের ক্লাবের সদস্য নয়।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গ্রেফতার ইকবাল শেখ নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। তবে প্রকৃতপক্ষে তার কোনো সাংবাদিক পরিচিতি নেই। আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। 

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়