Apan Desh | আপন দেশ

ট্রাক-ভ্যান-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪৪, ২২ মার্চ ২০২৫

আপডেট: ০৯:৪৪, ২২ মার্চ ২০২৫

ট্রাক-ভ্যান-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

ফাইল ছবি

কুষ্টিয়ার মিরপুরে গরু বোঝাই ট্রাক, ব্যাটারী চালিত পাখিভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গরু ব্যবসায়ী ও  মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার তালতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতর হলেন-আরমান (৫৫) নামের এক গরু ব্যবসায়ী ও সজীব আহম্মেদ (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরমান আলী এবং রাত সাড়ে ১২টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজীব আহম্মেদও মারা যান। নিহত আরমান আলী নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। নিহত মোটরসাইকেল চালক সজীব আহম্মেদ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া কামারপাড়া এলাকার গোলাম হোসেনের ছেলে। তিনি দিশা এনজিও কর্মী হিসেবে পাবনার মুলাডুলি এলাকায় কর্মরত ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি গরু বোঝায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত পাখি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকটি সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকটিতে থাকা গরু ব্যবসায়ী, ট্রাক চালকসহ ৪জন আহত হয়। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমফ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তিনজনের অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। আহতদের মধ্যে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরমান আলী নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মোটরসাইকেল চালক সজীব আহম্মেদও মারা যান। 

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি গরু বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত পাখি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ট্রাকটি সড়কের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী, ট্রাক চালকসহ ৪ জন আহত হন। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তিন জনের অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

তিনি জানান, আহতদের মধ্যে রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরমান আলী ও রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল চালক সজীব আহম্মেদের মৃত্যু হয়। এছাড়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত আরও একজনের অবস্থাও শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, চিকিৎসাধীন আহত আরও একজনের অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়