Apan Desh | আপন দেশ

আগুনে জ্বলছে সুন্দরবন, নিয়ন্ত্রণের চেষ্টায় বনরক্ষীরা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৯, ২২ মার্চ ২০২৫

আগুনে জ্বলছে সুন্দরবন, নিয়ন্ত্রণের চেষ্টায় বনরক্ষীরা

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আগুন। ছবি: আপন দেশ

বিশ্ব ঐতিহ্য এলাকা সুন্দরবনে আবারও আগুন লেগেছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল এলাকার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২২ মার্চ) সকালে আগুনের এ ঘটনা ঘটে।  এদিকে, ফায়ারলাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বনরক্ষীরা। দুপুর ১২টার দিকে বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন বন সংলগ্ন এলাকার বাসিন্দারা। বিকেলে বন বিভাগের পক্ষ থেকে আগুনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিকেল সোয়া ৪টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পর্যাপ্ত পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। বনরক্ষীরা ফায়ারলাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বন বিভাগ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে খাল থেকে আগুন লাগার ওই এলাকার দূরত্ব বেশি হওয়ায় পানির উৎসের অভাবে কাজে বেগ পেতে হচ্ছে। আগুন যেন বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়াতে না পারে, সেজন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

আরওপড়ুন<<>>নির্বাচন-সংস্কারকে মুখোমুখি করা হচ্ছে: তারেক রহমান

শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আবতাদ-ই আলম বলেন, শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছেছে। রামপাল ও কচুয়া থেকে তাদের আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।

ধানসাগর এলাকার সাবেক মেম্বার পান্না মিয়া বলেন, এদিন সকালে সুন্দরবনের কলমতেজী টহল ফাঁড়ির টেপারবিল এলাকার বনের মধ্যে আগুনের ধোঁয়া উড়তে দেখা যায়। বিষয়টি ধানসাগর স্টেশন কর্মকর্তাদের জানানো হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস বলেন, আশেপাশে পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেয়া হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, সুন্দরবনে আগুন লেগেছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।

উল্লেখ্য,  গত বছরের ৪ মে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়