Apan Desh | আপন দেশ

দুই কিশোরীসহ ৩ নারীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৫, ২২ মার্চ ২০২৫

আপডেট: ২১:৪৫, ২২ মার্চ ২০২৫

দুই কিশোরীসহ ৩ নারীর মরদেহ উদ্ধার

ফাইল ছবি।

মানিকগঞ্জে পৃথক স্থান থেকে দুই কিশোরীসহ তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলা ও সাটুরিয়া উপজেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার (২২ মার্চ) দুপুরে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া গ্রাম থেকে তনিমা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার মো. রফিক মিয়ার মেয়ে। এছাড়া একই উপজেলার পশ্চিম শানবান্দা এলাকা সংলগ্ন কালীগঙ্গা নদী থেকে একটি অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরওপড়ুন<<>>আপত্তিকর ছবি ভাইরাল, মহিলা দল নেত্রীকে অব্যাহতি

অপরদিকে, সাটুরিয়া উপজেলার বরুন্ডী-কান্দাপাড়া এলাকা থেকে আফসানা আক্তার (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার আহাদ আলীর মেয়ে।

উদ্ধার হওয়া মরদেহগুলেঅ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনটি মৃত্যুর কারণ স্পষ্ট হতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন জানান, প্রাথমিকভাবে তনিমা আক্তার ও আফসানা আক্তারের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে, কালীগঙ্গা নদীতে ভাসমান নারীর মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়