Apan Desh | আপন দেশ

‘দল হিসেবে আ.লীগের অপরাধের বিচার করতে হবে’

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৮, ২২ মার্চ ২০২৫

‘দল হিসেবে আ.লীগের অপরাধের বিচার করতে হবে’

জোনায়েদ সাকি

আওয়ামী লীগের যে নেতাদের নির্দেশে হত্যাযজ্ঞ চালানো হয়েছে অবিলম্বে তার বিচার করতে হবে। একইসঙ্গে জুলাই আগস্ট এর অভ্যূত্থানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর জন্য দল হিসেবে তাদের বিচার করতে হবে। মন্তব্য করেছেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শনিবার (২২ মার্চ) বিকেলে গণসংহতি আন্দোলন পাবনা জেলা শাখার আয়োজনে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও এর রূপরেখা’ শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, অভ্যূত্থানের ৭ মাস অতিক্রান্ত হওয়ার পরেও বিচার কাজ এখনও উল্লেখযোগ্য মাত্রায় এগোয়নি। ফলে মানুষের মধ্যে হতাশা ক্ষোভ তৈরি হয়েছে। সে হতাশার প্রতিফল দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে।

আরওপড়ুন<<>>বিএনপির ২ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে: আমীর খসরু

তিনি আরও বলেন, ভারতীয় গণমাধ্যম ও ভারতীয় শাসকদল বাংলাদেশকে বিশ্বের সামনে ইসলামী জঙ্গিবাদের উত্থান হিসেবে দেখাতে চায়। আর বাংলাদেশে তৌহিদী জনতার নামে মব তৈরি করে অরাজকতা তৈরি করা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, হামলা করা হচ্ছে। আমেরিকার কাছে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে যেভাবে দেখাতে চায় সেটাই ঘটছে। এটা আমাদের সতর্কভাবে ভাবতে হবে।

জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক জুলহাসনাইন বাবুর সভাপতিত্বে এবং জেলা সম্পাদক শেখ আজহারুল ইসলাম আজহারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী সমিতি পাবনা জেলার সভাপতি আরশেদ আলম, ক্যাপ্টেন ডা. সারোয়ার জাহান ফয়েজ, কবি কথা হাসনাত, বিশিষ্ট সমাজ সেবক আইমান জান চৌধুরী, বেড়া উপজেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক আব্দুল আলীম, পাবনা জেলার যুগ্ম সম্পাদক কামরুল হাসান লিটন, সাঁথিয়া উপজেলার আহবায়ক মুরাদ হোসেন বক্তব্য দেন।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়