Apan Desh | আপন দেশ

রোহিঙ্গাদের নৌকাডুবি: ৪ মরদেহ উদ্ধার, বিজিবি সদস্যসহ নিখোঁজ অনেকে

কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশিত: ২৩:০১, ২২ মার্চ ২০২৫

রোহিঙ্গাদের নৌকাডুবি: ৪ মরদেহ উদ্ধার, বিজিবি সদস্যসহ নিখোঁজ অনেকে

টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌঘাটে উদ্ধার হওয়া রোহিঙ্গারা

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনায় নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন। এছাড়া রোহিঙ্গাদের উদ্ধারের সময় সাগরে পড়ে নিখোঁজ হয়েছেন বিজিবি সদস্য মোহাম্মদ বেলাল (২৮)।

নিখোঁজ বিজিবি সদস্য টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সীমান্তের বিওপিতে কর্মরত। তার সঙ্গে থাকা একটি রাইফেল ও চারটি ম্যাগাজিনও খোয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, সাগরপথে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবোঝাই নৌকা ডুবির ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাত পর্যন্ত বিজিবি পক্ষ থেকে ৪টি মরদেহ উদ্ধারের বিষয়টি জানানো হয়েছে।

আরওপড়ুন<<>>অস্ত্রের মুখে জিম্মি করে ৭৮ লাখ টাকা ছিনতাই

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, শুক্রবার (২১ মার্চ) রাত আড়াইটায় টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকার সাগরে এ ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট দিয়ে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা অবৈধভাবে বাংলাদেশের অনুপ্রবেশের চেষ্টা করার সময় নৌকার তলা ফেটে গিয়ে ডুবে যায়। নৌকাডুবির খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়।

এ সময় একজন বিজিবি সদস্য সাগরে নিখোঁজ হয়। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়