
ফাইল ছবি
মানুষের দৈনন্দিন জীবনে মোবাইল ফোন খুব গুরুত্বপূর্ণ। আবার এ ফোনের কারণে ট্যাপে পড়ে অনেকে বিপদগামী হচ্ছে। এটিকে কেন্দ্র করে ঘটছে নানা ঘটনা। মোবাইল ফোন কেড়ে নেয়ায় চুয়াডাঙ্গার পলাশপাড়ায় বাবাকে হত্যার অভিযোগ উঠেছে মাদ্রাসা পড়ুয়া ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে কেএএম রিফাতকে (১৭) আটক করেছে পুলিশ।
নিহত দোদুল হোসেন (৫৩) চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়ার মৃত কাজী নূর মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, বাবা দোদুল হোসেন ছেলেকে মোবাইল ফোন ব্যবহারে নিষেধ করতেন। গত শনিবার মোবাইল ফোন কেড়ে নেয়ার পর বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে রাত পৌনে ৮টার দিকে নামাজরত অবস্থায় বাবাকে পিছন থেকে ছুরিকাঘাত করে রিফাত। একাধিক ছুরিকাঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দোদুল। পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তারেক হাসান বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে রিফাতকে গ্রেফতার করা হয়েছে। মরদহে হাসপাতালের মর্গে রাখা আছে। পরবর্তীকালে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।