Apan Desh | আপন দেশ

বিএনপি নেতার বাসা থেকে ১৩ চোরাই গরু উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৩, ২৩ মার্চ ২০২৫

আপডেট: ১৮:৩৪, ২৩ মার্চ ২০২৫

বিএনপি নেতার বাসা থেকে ১৩ চোরাই গরু উদ্ধার

ছবি: আপন দেশ

নওগাঁর আত্রাইয়ে গরু চুরির অভিযোগে ছোটন প্রামাণিক (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে, অভিযান চালিয়ে বগুড়ার কাহারোলের কালাই ইউনিয়র বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়।

রোববার (২৩ মার্চ) দুপুরে রওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. সাফিউল সারোয়ার এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ১৪ মার্চ গভীর রাতে আত্রাইয়ের নৈদিঘী গ্রামের মো. মোরশেদ আলী শেখের বাড়ির গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়। ঘটনার পর থেকেই জেলা পুলিশের একাধিক বিশেষ দল অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (২২ মার্চ) চুরির ঘটনায় সরাসরি জড়িত ছোটন প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ।

আরওপড়ুন<<>>মোবাইলের জন্য বাবাকে হত্যা করল ছেলে

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে এ চক্রে জড়িত বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের আব্দুল গফুর শাহের বাড়ি থেকে চোরাই ১৩টি গরু উদ্ধার করা হয়। এ গরুগুলোর মধ্যে পাঁচটিই আত্রাই থেকে চুরি হওয়া বলে শনাক্ত করা গেছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। দ্রুতই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়