Apan Desh | আপন দেশ

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৬, ২৩ মার্চ ২০২৫

আপডেট: ১৯:৫৭, ২৩ মার্চ ২০২৫

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

ছবি: আপন দেশ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার প্রধান আসামি মো. শাহিনুর রহমানকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জানায় র‌্যাব-৫। গ্রেফতার শাহিনুর রহমান উপজেলার আলুনিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ৫ বছর আগে শাহিনুরের সঙ্গে আফরিন আক্তার বৃষ্টির বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে শাহিনুর। প্রথমে আড়াই লাখ টাকা দিলেও আফরিনের ওপর শ্বশুরবাড়ির নির্যাতন থামেনি। পরে বিদেশ যাওয়ার জন্য ৩ লাখ টাকা দাবি করলে আফরিনের পরিবার আবারও ২ লাখ ১০ হাজার টাকা দেয়। কিন্তু এরপরেও নির্যাতন অব্যাহত থাকে।

আরওপড়ুন<<>>বিএনপি নেতার বাসা থেকে ১৩ চোরাই গরু উদ্ধার

গত ১৪ মার্চ আফরিন মোবাইল ফোনে তার বাবার বাড়িতে জানায়, স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদ মিলে তাকে মারধর করছে। এরপর শাহিনুর আফরিনকে তলপেটে লাথি মারে এবং অন্যান্য আসামিরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে। এক পর্যায়ে আফরিনের মরদেহ ঘরের মধ্যে ফেলে রেখে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

গত ১৬ মার্চ এ মামলায় শাহিনুরের বাবা মো. আব্দুল জলিল (৫৫) ও মা শ্যামলী বেগমকে (৩৫) গ্রেফতার করা হয়। গোপন সংবাদে ভিত্তিতে র‌্যাব সদস্যরা রোববার প্রধান আসামি শাহিনুরকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গ্রেফতার শাহিনুরকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়