Apan Desh | আপন দেশ

বাড়ির পাশে দোকানে গিয়ে ধর্ষণের শিকার শিশু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২০:১০, ২৩ মার্চ ২০২৫

আপডেট: ২০:১০, ২৩ মার্চ ২০২৫

বাড়ির পাশে দোকানে গিয়ে ধর্ষণের শিকার শিশু

প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীতে সাত বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৩ মার্চ) বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শনিবার (২২ মার্চ) রাত সোয়া ৯টার দিকে গুরুতর অবস্থায় শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শিশুটিকে শনিবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশের দোকানে পাঠান তার মা। প্রায় এক ঘণ্টা পরও ফিরে না আসায় তিনি বের হয়ে মেয়েকে খুঁজতে থাকেন। একপর্যায়ে শিশুটিকে বাড়ির দিকে আসতে দেখেন তিনি। শিশুটি হাঁটতে পারছিল না। রক্ত বের হচ্ছিল তার শরীর থেকে। শিশুটির শরীরে ব্লেড দিয়ে কাটার মতো জখম রয়েছে।

আরওপড়ুন<<>>জিএম কাদের-তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ

এতে গভীর গর্ত সৃষ্টি হওয়ায় একাধিক সেলাই দিতে হয়েছে। আজ সকাল ৯টার দিকে শিশুটির ঘুম ভাঙার পর তাকে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলেও কিছুই জানাতে পারেনি। তার মধ্যে ভয়-আতঙ্ক কাজ করছে।

ডা. রাজীব আহমেদ চৌধুরী আরও বলেন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে জানায় তার পরিবার। বর্তমানে তার চিকিৎসা চলছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।

সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম বলেন, এ ঘটনায় ভিকটিমের পরিবার এখনও থানায় লিখিত অভিযোগ করেনি। তবে তারা লিখিত অভিযোগ করবেনা। এরপরও রাতে সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করে থানায় আনা হয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়