
ছবি: আপন দেশ
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে নগরীতে বিক্ষোভ মিছিল করে এনসিপির রংপুর মহানগর ও জেলা নেতারা। এ সময় তারা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরবে না।
এর আগে নগরীর টাউন হলের সামনে থেকে মহানগর এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে সমাবেশ করে।
আরওপড়ুন<<>>ভারতের হিন্দুত্ববাদী শাসনে মুসলিম নিপীড়নের মাত্রা চরমে
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের হায়েনারা দেশকে শকুনের মতো খুবলে খেয়ে শেষ করে দিয়েছে। বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ভারতের তাবেদার হিসেবে প্রতিষ্ঠিত করতে দেব না। হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলার মানুষ কখনই চায় না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না পর্যন্ত ছাত্র-জনতা ঘরে ফিরবে না।
সমাবেশে বক্তব্য দেন জেলা ও মহানগর সংগঠক ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, মো. আবু সাঈদ লিয়ন, মো. আসাদুল্লাহ আল গালিব, সাদিয়া ফারজানা দিনা, মো. আলমগীর কবির প্রমুখ।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।