Apan Desh | আপন দেশ

প্রধান উপদেষ্টার মানহানিকর ছবি শেয়ার, কৃষক লীগ নেতা গ্রেফতার

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৮, ২৩ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টার মানহানিকর ছবি শেয়ার, কৃষক লীগ নেতা গ্রেফতার

কৃষক লীগ নেতা জামিউল ইসলাম মুকুল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মানহানিকর ছবি শেয়ার ও সরকারবিরোধী অপতৎপরতার দায়ে জামিউল ইসলাম মুকুল নামে এক কৃষক লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২২ মার্চ) বিকেলে মুকুলকে রংপুরের পীরগাছা থেকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার পারুল ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক।

আরওপড়ুন<<>>আ.লীগকে নিষিদ্ধের দাবিতে রংপুরে এনসিপির বিক্ষোভ

পুলিশ জানায়, জামিউল ইসলাম মুকুল ফেসবুকে বিভিন্ন সময় সরকারবিরোধী পোস্ট দিতেন। যা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে সহায়ক। শনিবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে উপজেলার দেউতি বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ওসি বলেন, সরকারবিরোধী অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় জামিউল ইসলাম মুকুলকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালত নেয়া হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়