Apan Desh | আপন দেশ

সাবেক এমপি আফজাল হোসেন গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৯, ২৪ মার্চ ২০২৫

সাবেক এমপি আফজাল হোসেন গ্রেফতার

সাবেক এমপি আফজাল হোসেন

কিশোরগঞ্জ-৫ আসনের (বাজিতপুর) সাবেক এমপি আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) সকালে শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আফজাল সুজের মালিক।

তাকে আশ্রয়দাতা মামুন আফজাল সু কোম্পানির কর্মচারী। এ সময় মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। মামুন হোসেন আফজাল সু কোম্পানির কর্মচারী ও তাহের ক্লিনিক পাড়ার বাসিন্দা। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাবেক এ এমপির অবস্থান শনাক্ত করে পুলিশ।

আফজাল হোসেনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মেজবা উদ্দিন বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে। বিকেল নাগাদ পুলিশের টিম মেহেরপুর পৌঁছালে তাদের হাতে সোপর্দ করা হবে আফজাল হোসেনকে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়