Apan Desh | আপন দেশ

জোরপূর্বক কৃষকের পেঁয়াজ তুলে নিয়েছেন বিএনপি নেতা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৭, ২৪ মার্চ ২০২৫

জোরপূর্বক কৃষকের পেঁয়াজ তুলে নিয়েছেন বিএনপি নেতা

ছবি: আপন দেশ

ফরিদপুরের বোয়ালমারীর বিএনপি নেতা রইসুল ইসলাম পলাশ মিয়া। তিনি এক কৃষকের জমি থেকে পেঁয়াজ তুলে নিয়েছেন। ভুক্তভোগী কৃষক মো. রুহুল আমিন ফকির (৬০) এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

সোমবার (২৪ মার্চ) দুপুরে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মো. মাহমুদুল হাসান।

অভিযুক্ত রইসুল ইসলাম পলাশ মিয়া বোয়ালমারী উপজেলা বিএনপির সদ্য সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববার (২৩ মার্চ) সকালে কৃষক রুহুল আমিন ফকিরের জমি থেকে বিএনপি নেতা রইসুল ইসলাম পলাশ মিয়ার নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল জোরপূর্বক পেঁয়াজ তুলে নিতে শুরু করে। এ সময় রুহুল আমিন পবিত্র রমজান উপলক্ষ্যে স্থানীয় মসজিদে ১০ দিনের এতেকাফে ছিলেন। খবর পেয়ে মসজিদ থেকে ছুটে এসে বাধা দেয়ার চেষ্টা করলে অভিযুক্তরা তাকে হুমকি-ধমকি দেয়। প্রাণ ভয়ে ঘটনাস্থল ত্যাগ করে সন্ধ্যায় তিনি বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কৃষক রুহুল আমিন জানান, তিনি তার পৈতৃক সূত্রে পাওয়া দীঘিরপাড় মৌজার ৬০ শতাংশ জমিতে প্রতি বছরের মতো এবারও পেঁয়াজ চাষ করেছিলেন। কিন্তু রইসুল ইসলাম পলাশ মিয়া ও তার অনুসারীরা জোরপূর্বক তার জমির ফসল নিয়ে গেছে।

অভিযুক্ত রইসুল ইসলাম পলাশ মিয়া বলেন, এ জমিটি আমরা আর.এস রেকর্ডের মালিকের কাছ থেকে ক্রয়সূত্রে মালিক হয়েছি। তবে এস.এ রেকর্ডে ভুলক্রমে এটি রুহুল আমিনের বাবার নামে রেকর্ড হয়। পরবর্তী সময়ে বি.এস রেকর্ডের সময় এটি সরকারের নামে চলে যায়। আমরা আর.এস মালিকের কাছ থেকে ক্রয় করা দলিল দেখিয়ে আদালতে মামলা করি। আদালত আমাদের পক্ষে রায় দেয়।

তিনি বলেন, গত সরকারের আমলে আমি বিস্ফোরক মামলায় জেলে গেলে ওই সময় লোকজন নিয়ে কৃষক রুহুল আমীনের পরিবার জমিটি দখলে নেয়। আমরা কারো কোনো জমির পেঁয়াজ আনি নাই। জমির মালিক হিসেবে ভাগ এনেছি মাত্র।

বোয়ালমারী থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, পেঁয়াজ তুলে নেয়ার ব্যাপারে এক কৃষকের লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়