
ছবি: আপন দেশ
নোয়াখালীর বিভিন্ন উপজেলার ৩৬ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পরে এ খবরে কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২৪ মার্চ) বিকেলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কবিরহাট ও বসুরহাট বাজারে এ আনন্দ মিছিল করে।
কবিরহাট বাজারের মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবিরহাট সরকারি ডিগ্রি কলেজের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। অপরদিকে, কোম্পানীগঞ্জের বসুরহাট হাইস্কুল রোড থেকে একটি আনন্দ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বুসরহাট জিরো পয়েন্টের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
আরওপড়ুন<<>>জোরপূর্বক কৃষকের পেঁয়াজ তুলে নিয়েছেন বিএনপি নেতা
কবিরহাটে সমাবেশে বক্তব্য দেন সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম আকাশ,সহ-সভাপতি ইয়াছিন আরাফাত রাব্বি,যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রনি, যুগ্ম-সম্পাদক মহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ। অপরদিকে, কোম্পানীগঞ্জের সমাবেশে বক্তব্য দেন বসুরহাট সরকারি মুজিব কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম সাইমুন ও সাধারণ সম্পাদক অরুপ মজুমদার।
একাধিক ছাত্রদল নেতা জানান, যারা ছাত্রদলের পদ পেয়ে তারা সবাই যোগ্য। নোয়াখালীর ইতিহাসে এবার প্রথম একসঙ্গে এতোগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি ঘোষণা করায় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব কমিটিকে সাধুবাধ জানিয়েছেন। তবে নোয়াখালী-৫ আসনের কলেজগুলোতে এক কেন্দ্রীয় নেতার প্রেসক্রিপশনে কমিটি না হওয়ায় তার যোগসাজশে তার অনুসারী পদবঞ্চিত গুটিকয়েক লোক বিক্ষোভ করেছেন। যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, রোববার (২৩ মার্চ) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির এ কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পুর্ণাঙ্গ করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।