
প্রতীকী ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (২৪ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম বাজারের পৌর মিলনায়তনে কামরুল হুদা গ্রুপ ও ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল-সাজেদুর রহমান মোল্লা হিরণ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে রয়েছেন- পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জোবায়ের, চিওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মুন্সীরহাট ইউনিয়ন যুবদলের কর্মী সবুজ।
আরও পড়ুন>>>সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে: তারেক রহমান
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন বলেন, ‘সাংগঠনিক সভায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।