
ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের শাসনকাল ছিল ‘আইয়ামে জাহেলিয়াত’। গুম, খুন, নির্যাতনসহ সব ধরনের অরাজকতা ছিল তাদের সময়ে। তাই আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করে তাদের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে।
সোমবার (২৪ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা কলেজ মাঠে এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে, তারা জাতির শত্রু। ৫ আগস্টের পর যে কেউ আওয়ামী লীগকে বন্ধু বলে জানবে, সে-ও শত্রু হিসেবে গণ্য হবে।
তিনি আরও বলেন, গত দেড় দশক ধরে দেশে ফ্যাসিবাদী শাসন চলছে। দিনের ভোট রাতে হয়েছে, গুম-খুনের রাজনীতি হয়েছে। কিন্তু তখন কোনো জেনারেল বা সচিবকে পদত্যাগ করতে দেখা যায়নি। এসব অন্যায়ের বিচার হতে হবে। আওয়ামী লীগ যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, সেগুলো জনগণের প্রতিষ্ঠানে পরিণত করা হবে।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ৫ আগস্ট ছাত্র-জনতার পাশে ছিল। তাদের অনুরোধ করবো, ভবিষ্যতেও জনগণের বিপক্ষে অবস্থান না নিতে।
আরও পড়ুন>>>সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা চলছে: মির্জা ফখরুল
তিনি আরও বলেন, সেনাবাহিনীসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনতাকে যেন কেউ দাঁড় করিয়ে দিতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
হাসনাত প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, তার বিচার কতটুকু হলো, তা স্পষ্ট করতে হবে। সংস্কারের রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরতে হবে। যদি দ্রুত বিচার না হয়, তাহলে বুঝতে হবে, এখনো আওয়ামী লীগের দোসররা সক্রিয়।
তিনি বলেন, নাৎসি পার্টির মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগমুক্ত বাংলাদেশ গড়তে হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।