Apan Desh | আপন দেশ

মুক্তিপণ নিয়ে পালানোর সময় আটক আরএমপির ৫ পুলিশ বরখাস্ত

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৯, ২৪ মার্চ ২০২৫

আপডেট: ২২:২১, ২৪ মার্চ ২০২৫

মুক্তিপণ নিয়ে পালানোর সময় আটক আরএমপির ৫ পুলিশ বরখাস্ত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাময়িক বরখাস্ত ৫ সদস্য

বগুড়ার ধুনটে দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ নিয়ে পালানোর সময় আটক আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) পাঁচ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রেপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তাদের বরখাস্তের আদেশ জারি করেন।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন, আরএমপির গোয়েন্দা শাখার এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম ও বাশির আলী। এছাড়া তাদের সঙ্গে থাকা মাইক্রোবাসচালক মেহেদী হাসানকেও আটক করা হয়েছে।

এ বিষয়ে আরএমপি কমিশনার বলেন, অভিযুক্তরা কোনো অভিযানে যায়নি বা কাউকে জানিয়েও যায়নি। নিজেদের ইচ্ছায় গিয়েছে এবং সেখানে আটক হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার বিকেলে আমি তাদের সাময়িক বরখাস্ত করেছি। তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

আরওপড়ুন<<>>মুক্তিপণ নিয়ে পালানোর সময় ডিবি পুলিশের ৫ সদস্য আটক

নগর ডিবি পুলিশের পরিদর্শক ইব্রাহিম খলিল বলেন, ওই পাঁচ পুলিশ সদস্য আরএমপির ডিবিতে কর্মরত। রোববার (২৩ মার্চ) আমি রাত সাড়ে ৩টা পর্যন্ত অফিসে ছিলাম। কিন্তু তারা আমাকে কিছু না জানিয়েই বগুড়া গেছে। কেন গিয়েছে, তা তারাই ভালো বলতে পারবে।

উল্লেখ্য, রোববার রাত ৩টার দিকে শাজাহানপুর থানার বগুড়া-নাটোর মহাসড়কে বীরগ্রাম এলাকা থেকে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ পাঁচজন পুলিশ সদস্য ও তাদের মাইক্রোবাসচালককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ টাকা ও পুলিশের একটি ওয়াকিটকি জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তদের তথ্যদাতা হিসেবে কাজ করেছেন আরএমপির গোয়েন্দা শাখায় কর্মরত আবদুল ওয়াহাব নামে এক পুলিশ সদস্য। তিনি ছুটি নিয়ে দুই দিন আগে বগুড়ার ধুনটে নিজ গ্রামে যান। তার দেয়া তথ্যের ভিত্তিতেই ওই পাঁচজন সেখানে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়