
সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস ওরফে মিষ্টি
টাঙ্গাইলে সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের বাড়ি দখল করে ‘পাগলের আশ্রম’ চালু করার ঘটনায় গ্রেফতার সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস ওরফে মিষ্টির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
সোমবার (২৪ মার্চ) জামিন চেয়ে তার আইনজীবীরা আদালতে আবেদন করেন। শুনানি শেষে টাঙ্গাইল সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মাহবুব খাঁন জামিন আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি মিষ্টি তার কিছু অনুসারি নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয় স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেন। পরে জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি ফজলুর রহমান খান, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এবং সাবেক পৌর মেয়র জামিলুর রহমানের বাড়ি ভাঙচুর করেন। এ সময় ওই বাড়িগুলোর সব মালামাল লুটপাট হয়। পর্যায়ক্রমে অন্যান্য নেতাদের বাড়িঘর ভাঙচুর করারও ঘোষণা দেন। আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর দখল করে বৃদ্ধাশ্রম, পাগলের আশ্রম, এতিমখানা করা হবে বলে মিষ্টি জানিয়েছিলেন।
আরওপড়ুন<<>>মুক্তিপণ নিয়ে পালানোর সময় আটক আরএমপির ৫ পুলিশ বরখাস্ত
তার ধারাবাহিকতায় গত ৮ মার্চ শহরের আকুরটাকুর পাড়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের বাড়ির তালা ভেঙে প্রবেশ করেন মারইয়াম মুকাদ্দাস ওরফে মিষ্টি। সেখানে ১৮ জন মানসিক ভারসাম্যহীন নারী-পুরুষ উঠান। ওই বাড়িতে ‘পাগলের আশ্রম’ চালুর ঘোষণা দেন। পরে রাতে একজন নির্বাহী ম্যাসিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই বাড়ি খালি করে। ওই সময় মিষ্টি প্রশাসনের কাছে মুচলেকা দিয়ে ছাড়া পান।
ওই ঘটনায় ৯ মার্চ রাতে জোয়াহেরুল ইসলামের স্ত্রী বাদি হয়ে মিষ্টির বিরুদ্ধে মামলা দায়ের করলে ওই দিন রাতেই তাকে পুলিশ গ্রেফতার করে। তাকে দুই দফায় ৭ দিন রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।