
ছবি: আপন দেশ
পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাসকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে বিশেষ অভিযানের মাধ্যমে রাজধানীর ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে, বুধবার (২৬ মার্চ) সকালে মাথায় হলুদ রঙের ঘোমটা পরিয়ে ও হাতকড়া লাগিয়ে কড়া নিরাপত্তায় বান্দরবানে নিয়ে আসা হয়।
প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেয়া হয় সদর হাসপাতালে। এরপর বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার আদালতে তোলা হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আরওপড়ুন<<>>সন্ত্রাসী হামলায় আ. লীগ নেতার মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লক্ষীপদ দাসের বিরুদ্ধে বান্দরবান থানায় নাশকতাসহ ৪টি মামলা রয়েছে। এছাড়া দুদক আইনসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে দেশের বিভিন্নস্থানে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই পলাতক ছিলেন জেলা আওয়ামী লীগের এ নেতা।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ৫টি মামলায় এজাহারভুক্ত আসামি লক্ষীপদ দাশ। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।