Apan Desh | আপন দেশ

দেশে আবারও বার্ড ফ্লু শনাক্ত, ২ হাজার মুরগির মৃত্যু

যশোরের প্রতিনিধি

প্রকাশিত: ২০:১২, ২৬ মার্চ ২০২৫

আপডেট: ২৩:১৬, ২৬ মার্চ ২০২৫

দেশে আবারও বার্ড ফ্লু শনাক্ত, ২ হাজার মুরগির মৃত্যু

ছবি: সংগৃহীত

যশোরের সরকারি মুরগির খামারে শনাক্ত হয়েছে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু। ২০১৮ সালের পর গত ১২ মার্চ বাংলাদেশে এ ফ্লু শনাক্ত হলো। দুদফায় ফার্মের দুই হাজার ১৭৮টি মুরগি ও এক হাজার ৮১১টি ডিম ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) যশোরে মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালক রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি লো প্যাথোজেনিক। মানুষে ইফেক্টের আশঙ্কা খুবই কম। ফলে ভয়ের কারণ নেই।

তিনি আরও জানান, প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তারা যশোরের খামারটি পরিদর্শন করেছেন। গত ১৪ মার্চ সরকারি খামারের একটি শেডে এক হাজার ২৩৭টি মুরগি ও ১৪৫টি ডিম এবং ১৬ ও ১৭ মার্চ একটি শেডের ৯৪১টি মুরগি ও এক হাজার ৬৬৬ ডিম ধ্বংস করা হয়েছে। ফ্লু যেন ছড়িয়ে না পড়ে সেজন্য প্রতিরক্ষা ব্যবস্থা নেয়া হয়েছে।

আরওপড়ুন<<>>ছাত্রদল-ছাত্রলীগ সঙ্গে জড়িত দুই ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

এদিকে, বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় উদ্বেগ বাড়ছে খামারিদের মাঝে। শনাক্তের পর পরই বার্ড ফ্লু প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রস্তুতি নিয়েছে সরকার। পোলট্রি খামারিদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর। সীমান্ত এলাকায় নেয়া হয়েছে সতর্কতা। কোনো মৃত বা সন্দেহজনক হাঁস-মুরগি বা পাখি পাওয়া গেলে নমুনা সংগ্রহ করে দ্রুত নিকটবর্তী ল্যাবে পরীক্ষা করে ফলাফল অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালের মার্চে বাংলাদেশে প্রথম বার্ড ফ্লু দেখা দেয়। ওই বছর ১০ লাখেরও বেশি মুরগি এ ভাইরাসের কারণে মেরে ফেলা হয়। এছাড়া ২০০৮ সালের মে মাসে বাংলাদেশে মানুষের শরীরে বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়