
প্রতীকী ছবি
রাজশাহীতে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাটোর সদর থানার চাঁদপুর বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মিজানুর (৩৩) ও একই এলাকার সোলাইমানের ছেলে জহুরুল (৩৫)।
পুলিশ জানায়, মোটরসাইকেলে করে মিজানুর ও জহুরুল রাজশাহী থেকে নাটোরে ফিরছিলেন। পথে তারা বেলপুকুর রেলক্রসিং এলাকায় পৌঁছায়। তবে পঞ্চগড় থেকে রাজশাহীতে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন আসার করণে বেলপুকুর রেলক্রসিংয়ে আগে থেকে ডাউন (গেট) নামিয়ে রাখে গেটম্যান।
আরওপড়ুন<<>>আলেম-ওলামাদের সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে: হাসনাত
গেট নামানো অবস্থায় তারা দুজন মোটরসাইকেল নিয়ে দ্রুত পার হতে গেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে বেলপুকুর রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা ট্রেন একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মিজানুর ও জহুরুলের মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার করার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।