
ছবি: আপন দেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. নাছির উদ্দিন (৪০) নামে এক কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাতিলোটা ছরারকূল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাছির উদ্দিন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এবং বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের মৃত কবির আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক দল নেতা মো. নাছির উদ্দিন বাড়িতে ইফতার শেষে বাড়ির কাছে নিজের ফার্মে যাচ্ছিলেন। এ সময় আগে থেকেই ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
আরওপড়ুন<<>>গেটের তালা ভেঙে শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন মুক্তিযোদ্ধারা
চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলম বদরুল বলেন, নাছির উদ্দিনকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলাকেটে হত্যা করেছে। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে তা তারা নিশ্চিত হওয়া যায়নি।
সীতাকুণ্ড থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নাহিয়ান বারি বলেন, ঘটনার পর ওসির নেতৃত্বে ফোর্স সেখানে গেছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।