
ছবি: আপন দেশ
জামালপুরে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এদের মধ্যে দু’জন বিএনপি নেতা। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে দেয়া হয়েছে।
আটককৃতরা হলেন- জামালপুর পৌর শহরের বাগের হাটা এলাকারা মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক লিটন (৫৫), স্টেশনপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো.মোস্তাফিজুর রহমান (৬২), পাথালিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে মো.আইয়ুব আলী (৬৪), শহরের বাজারীপাড়ার আব্দুল ওয়াদুদের ছেলে মো.শফিকুল ইসলাম (৬৭), জঙ্গলপাড়ার সিরাজুল ইসলামের ছেলে মো.শফিকুল ইসলাম (৬৬) ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জিলকী এলাকার সিরাজুল হক মীর (৫৫)।
এদের মধ্যে আব্দুর রাজ্জাক লিটন জামালপুর পৌর বিএনপির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়াও আটক মো.আইয়ুব আলী বিএনপির নেতা বলে জানা গেছে।
আরও পড়ুন<<>> প্রকৌশলী সুলতানের জালিয়াতি-লোপাটের ভয়ঙ্কর চিত্র, ফাঁসছেন দুই সহযোগি
পুলিশ জানায়, গোপন সংবাদে শহরের দয়াময়ী এলাকার নকিব উদ্দিন হসপিটালের পিছনে একটি টিনসেড ঘরে অবৈধ জুয়ার আসর বসেছে যৌথ বাহিনী জানতে পারেন। পরে যৌথ বাহিনীর সদস্যরা বুধবার (২৬ মার্চ) সেখানে অভিযান চালায়। ওই জুয়ার আসর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
পরে বিকেলে তাদের আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে প্রেরণের আদেশ দেয়।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো.আতিক বলেন, যৌথবাহিনী শহরের দয়াময়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করে। পরে অবৈধ জুয়া আইনে বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপ দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।