
ছবি: আপন দেশ
পবিত্র ঈদুল ফিতর উদযাপনে দেশের বিভিন্ন জেলার কর্মস্থল থেকে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। ঘরমুখো মানুষের চাপে উত্তরবঙ্গের গেটওয়ে সিরাজগঞ্জে বাড়ছে যানবাহনের চাপ। গাড়ির চাপ থাকলেও জেলার কোনো মহাসড়কে যানজটের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকেই ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের পরিমাণ ক্রমশই বাড়তে দেখা যায়। যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড়, ঝাঐল ওভার ব্রিজ, নলকা ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দেখা যায় বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাসে করে হাজার হাজার মানুষ ঘরে ফিরছে।
সে সঙ্গে ট্রাক, পিকআপভ্যান যোগে আসছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। এছাড়া পরিবারসহ মোটরসাইকেলেও ঘরে ফিরছে অনেক মানুষ। বাড়তি যানবাহন চলাচল করায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে প্রচুর চাপ রয়েছে। তবে কোথাও কোনো যানজট বা দুর্ভোগের সৃষ্টি হয়নি।
আরও পড়ুন>>>নির্দিষ্ট সময়ে ছাড়ছে ট্রেন, সংকট নেই বাসেরও
পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, উত্তরাঞ্চলের গেটওয়ে সিরাজগঞ্জ। এ জেলার ওপর দিয়ে রাজশাহী ও রংপুর বিভাগের আট জেলা ছাড়াও খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলার গাড়ি চলাচল করে। দেশের প্রায় এক তৃতীয়াংশ মানুষের ঢাকায় যাতায়াতের পথ যমুনা সেতু পশ্চিম সড়ক।
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. আসাদ বলেন, বৃহস্পতিবার রাত থেকেই ঘরমুখো মানুষ ফিরতে শুরু করেছে। এ কারণে এ মহাসড়কে যানবাহনের চাপ ক্রমশই বাড়ছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আনারুল ইসলাম বলেন, গাড়ির চাপ বাড়তে থাকলেও এখন পর্যন্ত যমুনা সেতুর পশ্চিমপাড়ে কোথাও কোনো যানজট নেই।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।