Apan Desh | আপন দেশ

‘নতুন করে ফ্যাসিবাদের চেষ্টা করলে তাদের ইন্ডিয়া পাঠানো হবে’

কু‌ড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩০, ২৮ মার্চ ২০২৫

‘নতুন করে ফ্যাসিবাদের চেষ্টা করলে তাদের ইন্ডিয়া পাঠানো হবে’

ছবি: আপন দেশ

নতুন করে যারা ফ্যাসিবাদের চেষ্টা করবে তাদের ইন্ডিয়া পাঠানো হবে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ক‌মি‌টির (এনসিপি) যুগ্ম আহবায়ক ড. আতিক মোজাহিদ।

বৃহস্প‌তিবার (২৭ মার্চ) সন্ধ‌্যায় উলিপুর অডিটোরিয়াম হলরু‌মে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহ‌ত যোদ্ধা‌দের স্মর‌ণে এনসিপির আয়োজনে ইফতার ও দোয়া মাহ‌ফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব‌্য ক‌রেন তি‌নি।

ড. আতিক মোজাহিদ ব‌লেন, ১৭ বছর বাপ-বেটির গল্প বল‌তে বল‌তে আমাদের ব্রেনকে ওয়াশ করা হ‌য়ে‌ছে। আফসোসের বিষয় শেখের বেটি ব্যর্থ হয়েছে। ছাত্রলীগ এমন কোনো জায়গা নেই, যেখানে গুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি করে‌নি।

আরওপড়ুন<<>>উত্তরের মহাসড়কে নেই যানজট

‌তিনি আরও ব‌লেন,  কুড়িগ্রামকে বলা হয় প্রাণের কুড়িগ্রাম। এ প্রা‌ণের কু‌ড়িগ্রামকে স্পেশাল বরাদ্দ দেয়া হবে। এ প্রজন্ম নেতাদের পক্ষে স্লোগান দিতে দিতে শেষ হয়ে গেছে। এখন তারা নিজেরা কর্মক্ষম হ‌বে। শিক্ষকদের পেনশনের আট হাজার কো‌টি টাকা শেখ হাসিনা মে‌রে দি‌য়ে‌ছে। এ রাষ্ট্র মু‌জিববা‌দের না, এটি সক‌লের রাষ্ট্র ব‌লেও মন্তব‌্য ক‌রেন তি‌নি।

এ সময় এনসিপি উলিপুর উজেলার শাখার সংগঠক সাখাওয়াত হোসাইনের সভাপ‌তি‌ত্বে বক্তব‌্য দেন উপ‌জেলা বিএন‌পির সদ‌্য সা‌বেক সভাপ‌তি হায়দার আলী মিঞা, ‌বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের জেলার সদস‌্য স‌চিব ফয়সাল আহ‌মেদ সাগর, এনসিপির কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলার সংগঠক মুকুল মিয়া, উলিপুর উপ‌জেলার সংগঠক ডা. আতা এলা‌হি,  ইসলামী আন্দোলন বাংলা‌দেশ উলিপুর দ‌ক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মা. আরিফুল ইসলাম প্রমুখ।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়