Apan Desh | আপন দেশ

ঈদে বাড়ি ফেরা হলো না মা-ছেলের 

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৯, ২৮ মার্চ ২০২৫

আপডেট: ১৬:১৪, ২৮ মার্চ ২০২৫

ঈদে বাড়ি ফেরা হলো না মা-ছেলের 

ছবি: আপন দেশ

কুষ্টিয়া বাইপাস সড়কে সবজিবাহী ট্রাকের ধাক্কায়  মোটরসাইকেল আরোহী মা ও তিন বছরের শিশুপুত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাবা আব্দুল কাদের সিদ্দিকী। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কু‌ষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ত্রিমোহনী বাইপাস গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ইতি খাতুন (৩০) ও ছেলে আহনাব ইব্রাহিম। হতাহতদের বাড়ি কুষ্টিয়া শহরের কোর্টপাড়া গোশালা এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বগুড়ায় একটি ফিড কোম্পানিতে কর্মরত আব্দুল কাদের ঈদের ছুটিতে স্ত্রী-সন্তান নিয়ে বগুড়া থেকে মোটরসাইকেল যোগে ভোরে নিজ জেলা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেন।

আরওপড়ুন<<>>ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ‍যুবকের

সকাল সাড়ে ৯টার দিকে কু‌ষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ত্রিমোহনী এলাকায় বাইপাস সড়কের প্রবেশ মুখে একই দিক থেকে ছেড়ে আসা একটি সবজি বোঝাই ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে সড়কে ছিটকে পড়ে আব্দুল কাদেরের স্ত্রী ইতি খাতুন ও ৩ বছরের ছেলে আহনাফ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আব্দুল কাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি সৈয়দ আল মামুন জানান, কুষ্টিয়া বাইপাস সড়কে সবজি বোঝাই ট্রাকের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কাদের নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়