Apan Desh | আপন দেশ

দৃষ্টি হারানো আমজাদ পেল তারেক রহমানের ঈদ উপহার 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৪, ২৮ মার্চ ২০২৫

আপডেট: ১৬:১৫, ২৮ মার্চ ২০২৫

দৃষ্টি হারানো আমজাদ পেল তারেক রহমানের ঈদ উপহার 

ছবি: আপন দেশ

ঈদুল ফিতর উপলক্ষে দৃষ্টি হারানো য়াখালীর কবিহাট উপজেলার ছাত্রদল নেতা আমজাদকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অর্থ সহায়তাসহ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে দুচোখের দৃষ্টি হারান আমজাদ।

শুক্রবার (২৮ মার্চ) সকালে ‘আমরা বিএনপি পরিবার’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ সহায়তাসহ ঈদ শুভেচ্ছা বার্তা তুলে দেয়া হয়। উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চিরিঙ্গা বাজার এলাকায় আমজাদের বাড়িতে গিয়ে তার হাতে এসব  তুলে দেন উপজেলা ও কবিরহাট কলেজ ছাত্রদলের নেতারা।

আরওপড়ুন<<>>‘অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে’  

উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মহসিন রিয়াজ জানান, আমজাদ হোসেনের বাড়িতে গিয়ে তার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অর্থ সহায়তা ও ঈদ কার্ড দেয়া হয়। জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে দুচোখে স্লিন্টারবিদ্ধ হয়ে দৃষ্টি হারান আমজাদ।  

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মহসিন রিয়াজ, সাবেক সদস্য সচিব ইয়াছিন ফরহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ প্রমুখ।

আপন দেশ/এমএস 
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়