Apan Desh | আপন দেশ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৮, ২৮ মার্চ ২০২৫

আপডেট: ১৬:৪৮, ২৮ মার্চ ২০২৫

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

প্রতীকী ছবি

গাজীপুর সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার হোতাপাড়া এলাকার সানপাওয়ার সিরামিকস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজু মিয়া (৩৫) ও জিয়ারুল ইসলাম (৪০)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আরওপড়ুন<<>>দৃষ্টি হারানো আমজাদ পেল তারেক রহমানের ঈদ উপহার

সালনা হাইওয়ে থানার ওসি সালেহ আহমদ জানান, ময়মনসিংহগামী একটি মুরগিবাহী পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই হেলপার ও মুরগি ব্যবসায়ী মারা যান। পরে দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়।

এছাড়া গুরুতর আহত পিকআপ চালককে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়