
ছবি: আপন দেশ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাপ্তাহিক সরকারি ছুটিসহ টানা ৯দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুদেশের পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, শুক্রবার (২৮ মার্চ) সাপ্তাহিক সরকারি ছুটিসহ শনিবার (২৯ মার্চ) থেকে আগামী ৫ এপিল পর্যন্ত টানা ৯ দিন বন্দরের সকল ধরণের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৬ এপ্রিল থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
তিনি আরও জানান, ভোমরা কাস্টমস সিএন্ডএফ অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা সাপেক্ষে উভয় দেশের সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
আরওপড়ুন<<>>দুর্নীতি করেও বহাল তবিয়তে পটুয়াখালী এলজিইডির প্রকৌশলী শাকের আলী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের ওসি তুফাল দুলাল মন্ডল জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা এ সময়ে যাতায়াত করতে পারবেন।
ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ বলেন, ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে এবং জাতীয় রাজস্ব বোর্ডের দিক নির্দেশনা মোতাবেক সাপ্তাহিক ছুটিসহ শুক্রবার থেকে আগামী ৫ এপ্রিল টানা ৯ দিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন বলে জানান এ কর্মকর্তা।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।