Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ইফতার-দোয়া মাহফিল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৮, ২৮ মার্চ ২০২৫

আপডেট: ১৯:৫৮, ২৮ মার্চ ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ইফতার-দোয়া মাহফিল

ছবি: আপন দেশ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনা করে টাঙ্গাইলের কালিহাতীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৮ মার্চ) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে আমজানী ব্রিজ সংলগ্ন মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আরওপড়ুন<<>>যেসব সম্পদের জাকাত ফরজ নয় 

পারখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনছার আলী শিকদারে সভাপতিত্বে ও ড্যাব নেতা ডা. শাহ আলম তালুকদারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, জেলা জিয়া পরিষদের সভাপতি ও সহকারী অধ্যাপক এ.কে.এম আব্দুল আউয়াল, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি এসএমএ খালিদ, উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক মোজাম্মেল হক হিরু, নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহর আলী, ফিরোজ মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন, সাবেক আহবায়ক আমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়